সুনামগঞ্জ প্রতিনিধি::‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের
শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের আয়োজনে এই
সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআররটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ডালিম উদ্দিন, সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী
মাহমুদুল হাসান, প্রাফিক পুলিশ পরিদর্শক শামসুল আলম, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সজীব ভূইয়া, জেলা বাসমালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, নিরাপদ সড়ক
চাই’র সভাপতি মুহিম তালুকদার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ’র মটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল। আলোচনা সভায় বক্তারা জানান, সড়কে শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক-মালিক এবং যাত্রীদের সমন্বিত
প্রচেষ্ঠা দরকার। শুধু চালক, শুধু মালিক কিংবা শুধু যাত্রীদের একা সচেতন হলে হবে না, সবাইকেই সচেতন হতে হবে। সড়কে যখন হতাহতের ঘটনা ঘটে তখন ক্ষতি সবারই হয়। এর কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। তাই সড়কের ব্যাপারে আরো সচেতন হতে হবে। সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করলে সড়ক নিরাপদ হবে।
বিআরটিএ’র মটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল জানান, প্রতিবছর ২২ অক্টোবর বিআরটিএ’র পক্ষ থেকে গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়। এই অনুষ্ঠানে চালক এবং যাত্রী সাধারণকেও আনা হয়। চালক-যাত্রী এবং বিআরটিএ’র কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সবাই যেন যার যার
জায়গা থেকে সচেতন থাকে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবার মতামত নেয়া হয়।
Leave a Reply