হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউপির মাগুরা গ্রামের মৃত্যু হাজী হাসন খান এর ছেলে রুমান খাঁন(২৮) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রুমান খান গত রমজানের ঈদের ছুটি কাটাতে বাড়ি আসেন।ছুটি শেষের দিকে হওয়ায় আমার ছোট ভাই রুমান খান বড়লেখা উপজেলার দর্গাবাজার গ্রামে আমার বোনের সাথে দেখা করার জন্য গত ১৩/১০/২০১৯ তারিখে বোনের বাড়ীতে জায়।
সেকান থেকে ১৫/১০/২০১৯ তারিখে বিকালে অনুমান ৪ ঘটিকায় দর্গাবাজার হইতে নিজ বাড়ী জুড়ীর উদ্দেশ্যে রওয়ানা করিয়া আর বাড়ীতে যায় নাই।তার ব্যবহিত মোবাইল নাম্বার নং ০১৭৬৮৭৭৫২০ তে ফোন করিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
আমরা আমাদের সকল আত্বীয় স্বজনের সাথে যোগাযোগ করলেও কোথাও তার খোঁজ পাওয়া যায়নি,নিখোঁজ হওয়ার পর থেকে উনার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
বড় ভাই হারুন খাঁন- 01759286591
ভাগিনা তালিম – 01868776445
নিখোঁজের বিষয়ে বড়লেখা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ডায়রি নং ৮৬৩,তারিখ ১৯/১০/২০১৯ ইং।
Leave a Reply