জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ভারতীয় নিষিদ্ধ ৪ বোতল মদ সহ একজনকে আটক করেছে পুলিশ।
গত(২৫ জুলাই শনিবার) রাত ৮ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচারনা করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত)আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই সুপ্রিয় নন্দি,এএসআই মহসিন মিজি সহ একদল পুলিশের সহায়তায় রাজকি চা বাগান এলাকা থেকে ইন্দ্রজিত গোয়ালা এর ছেলে রামা কান্ত গোয়ালা ছোট (৩৫) কে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ০৪ বোতল McDowell’s মদসহ গ্রেফতার করে জুড়ী থানা পুলিশ।
এই ঘটনায় জুড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলা নং ১৯ তাং ২৬-৭-২০২০ইং।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান,আগামী ১৬ ই ডিসেম্বর ২০২০ বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে মাননীয় আইজি মহোদয়ের নির্দেশনায় পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাচ্ছে। জুড়ী উপজেলাকে মাদকমুক্ত দেখতে চাই, এ জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে আমরা প্রস্তুত রয়েছি।
Leave a Reply