-
- জাতীয়
- জুড়ীতে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১
- আপডেট টাইম : December, 18, 2020, 9:43 am
- 317 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে মর্মান্তিক মটর সাইকেল সড়ক দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত ও নিহত হয়েছেন ১জন।
আজ বুধবার ( ১৬ ডিসেম্বর) বিকাল ৪.১৫ মিটিদের সময় গোয়ালবাড়ী হাফিজিয়া মাদ্রাসার পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন গুরুতর আহত হন।
আহতরা হলেন,পূর্ব গোয়ালবাড়ীর
আইয়ুব আলীর ছেলে নাহিদ আহমদ মান্না(১৪) ও টালিয়াউরা গ্রামের আত্তর আলীর ছেলে ইব্রাহীম আলী (১২)।
পরে সাথে সাথে আহত অবস্তায় তাদেরকে সিলেট নেওয়া হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় নাহিদ আহমদ মান্না ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহীর রাজিউন।
পরিবার সূত্রে জানা গেছে, আহত অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় রয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply