-
- জাতীয়
- জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হলেন নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী
- আপডেট টাইম : June, 11, 2024, 10:55 pm
- 39 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১১ জন) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে মাসিক কল্যাণ সভায় মে মাসে থানার মামলা তদন্ত, মাদক উদ্ধার, পেশাদার ডাকাত গ্রেফতার, সাজা আসামী গ্রেফতার,আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক বিষয়ে মাসুক আলীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম(সেবা)। এ সময় ওসি মাসুক আলীকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বলেন,আমি মানুষের জন্য সব সময় কাজ করতে চাই। নবীগঞ্জ থানার জনগণের সার্বিক সহযোগিতায় এ সম্মাননা অর্জন করেছি। এ সাফল্য থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল। তিনি বলেন থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন। এ সম্মাননা আমাকে আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply