গতকাল সোমবার নবীগঞ্জ হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৮৫টি ভোটের মধ্যে ১৮২ টি ভোট প্রয়োগ করা হয়।
হবিগঞ্জ জেলার পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ডের হিরা মিয়া গার্লস হাইস্কুল ভোটকেন্দ্রের ফলাফল প্রসঙ্গে।*
নির্বাচনে চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রাপ্ত ভোটের ফলাফল হলো
চেয়ারম্যান পদে ডাঃ মুশফিক হোসেন চৌধুরি(ঘোড়া মার্কা)- ১৭৪ ভোট, মোঃ নুরুল হক (চশমা মার্কা)- ০৬ ভোট। মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের(আনারস মার্কা)- ০২ ভোট,
সাধারণ সদস্য পদে মোঃ শফিকুজ্জামান শিপন( টিউবওয়েল মার্কা)- ১০৬ ভোট পেয়ে ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল মতিন আছাব(হাতি মার্কা)- ৭৬ ভোট ও মোঃ আব্দুল মতিন(অটোরিক্সা মার্কা)- ০০ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য পদে (১ নং ওয়ার্ড- নবীগঞ্জ, বানিয়াচং ও আজমেরীগঞ্জে শিরিনা আখতার(দোয়াত-কলম মার্কা)- ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ রাহেলা হক(ফুটবল মার্কা)- ৬৯ টি
মোছাঃ ফেরদৌস আক্তার ঠাকুর(হরিণ মার্কা) পেয়েছেন ১২ ভোট।
Leave a Reply