ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় লর্ড ভেঙ্কটেশ্বরকে সহস্র নামসহ স্বর্ণের মালা দান করেছেন এক ভক্ত। সম্পূর্ণ সোনার তৈরি ২৮ কেজি ওজনের মালাটির দাম ৮.৩৬ কোটি টাকা।
তিরুপতিতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বার্ষিক ব্রহ্মোৎসভম উৎসব। এ উৎসবের প্রথম দিনেই ২৮ কেজি ওজনের বিশাল এই মালাটি ভেঙ্কটেশ্বরকে নিবেদন করা হলো। মালাটিতে ১ হাজার ৮টি সোনার মুদ্রা রয়েছে। প্রতিটি মুদ্রায় লেখা রয়েছে ভেঙ্কটেশ্বরের একটি করে নাম।
এম রামালিঙ্গ রাজু নামে এক ব্যবসায়ী ঠাকুরকে এ মালাটি দিয়েছেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দিরের পুরোহিত ও সংশ্লিষ্টদের হাতে মালাটি তুলে দেন তিনি। এ ছাড়া চন্দ্রবাবু নাইডুও ব্রহ্মোৎসভম উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ঠাকুরকে একজোড়া সিল্কের কাপড় দেয়া হয়েছে।
Leave a Reply