ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে সুনামগঞ্জ সেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসুচীর আলোকে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহঃস্পতিবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল প্রদক্ষিন করে খামারখালে এসে শেষ হয়। পরে তারা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনাজ্জির হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক এ্ডভোকেট আব্দুল আহাদ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, মোস্তাক আহমদ, সোহেল মিয়া, শাহজান মিয়া, লিয়াকত আলী, খালেকুজ্জামান সুহেল, সহ সাধারন সম্পাদক আবুল কাশেম দুলু, লুৎফুর রহমান, মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন, নুর জালাল মন্টি ও মশিউর রহমান রাসেল, সদর উপজেলার স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক এর আহবায়ক শাহ মোশারফ হোসেন, সদস্য সচিব মহিমউদ্দিন, তাহিরপুর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আহমদ, সদস্য সচিব ডাঃহাবিবুর রহমান, বিশম্ভরপুর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনেল তালুকদার, জামালগন্জ সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদ তালুকদার, দক্ষিন সুনামগঞ্জ স্বেচ্ছাসেবকদলের দলের আহবায়ক ফরমান উদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা