 
            
                            
                       ডেস্ক রিপোর্ট ::
হবিগঞ্জ জেলা, শায়েস্তাগঞ্জ থানা এলাকা: জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ১০ মিনিটে অলিপুর রেল স্টেশন সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে একটি হলুদ রঙের কেবিনেট টাটা ব্র্যান্ডের তৈলবাহী লরি আটক করা হয়। লরির তল্লাশি চালিয়ে পুলিশ ১২০ বস্তায় মোট ৩,৬০০ কেজি জিরা উদ্ধার করে।
অভিযান শেষে লরির চালক ও একজন সহযাত্রীকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
Leave a Reply