ডেঙ্গু সচেতনতায় কানাইঘাটে আ’লীগের মশক নিধন প্রচার অভিযান শুরু

কানাইঘাট প্রতিনিধি:দলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ডেঙ্গু রোগ সচেতনতায় প্রচার অভিযান শুরু হয়েছে।  শনিবার বিকেল ৪টায় আওয়ামীলীগের নেতাকর্মীরা ডেঙ্গু রোগ থেকে জনগনকে সচেতন করার জন্য কানাইঘাট পূর্ব বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন ঔষধ ছিটান। আওয়ামীলীগে নেতৃবৃন্দ জানিয়েছেন পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এসিড মশার ছোবল থেকে মানুষকে রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনামূলক প্রচার অভিযান শুরু হবে। মশক নিধন ও প্রচার অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ফখরুদ্দিন শামীম, এ্যাডঃ মামুন রশিদ, পৌর আ’লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা ও কানাইঘাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা আ’লীগের সদস্য হোসেন আহমদ, পৌর আ’লীগের যুুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ’লীগের নেতা আব্দুন নূর, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, তাজ উদ্দিন, ওয়ার্ড আ’লীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, মাসুম আহমদ, স্বেচ্ছা সেবকলীগ নেতা দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা আকমল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা