-
- জাতীয়
- ঢাকায় গিয়ে লাশ হলো ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সৃজন
- আপডেট টাইম : December, 1, 2022, 9:04 pm
- 145 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নিজের স্বপ্ন পূরণে এবং পরিবারের মুখে হাসি ফুটাতে ঢাকায় রঙের কাজ করে গিয়ে নির্মানাধীন বিল্ডিং- এর উপর থেকে পড়ে না ফেরার দেশে চলে গেলো নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সৃজন কান্তি দাশ(১৮)। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সচিন্দ্র কান্তি দাশের পুত্র।
নিহত সৃজনের পারিবারিক সূত্র জানায়,সৃজন ছিল মেধাবী ছাত্র। এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রণিতে ভর্তি হয়। অসচ্ছল পরবারের মুখে হাসি ফুটাতে লেখা পড়ার পাশাপাশি গত প্রায় দু’ সপ্তাহ আগে তার এক নিকট আত্মীয়র মাধ্যমে ঢাকায় গিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিং – রঙের কাজে যোগে দেয়।
গত সোমবার বিকেলে কাজ করাকালীন সময় হঠাৎ পা পিছলে ১২ তলা নির্মাণাধীন বিল্ডিং থেকে নীচে পড়ে যায়। সাথে সাথেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে।
সৃজনের মৃত্যু সংবাদ তার নিজ বাড়িতে এসে পৌছলে মা বাবা আত্মীয়স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে। বাড়িতে চলছে মাতম।
ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রন্সিপাল মো: নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেজানান,আমরা জান্তে পেরেছে
সৃজনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা হাসপাতালে রয়েছে। এখনো লাশ বাড়িতে এসে পৌছেনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply