নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে নোয়াখালী ভ্যেনুতে খেলতে আসা ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাব। রোববার রাতে জেলা শহরের একটি পার্টি সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওদুদ পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও মোহামেডান স্পোটিং ক্লাবের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, জাতীয় ফুটবল দলের খেলোয়ার জাহিদ হাসান এমিলি, লিংকন, সৈকতসহ দেশী বিদেশী খেলোয়াড়দেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাতে খলোয়াড়দের প্রিতী ভোজের আয়োজনও করে নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাব কর্তৃপক্ষ।
উল্লেখ: সোমবার বিকাল সাড়ে ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব ও নোফেল স্পোটিং ক্লাবের মধ্যে খেলা রয়েছে।
Leave a Reply