তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিশেষ প্রস্তুতি, ফ্লাইটে বাড়তি নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। উচ্চপদস্থ যাত্রী বহনের কারণে ফ্লাইট পরিচালনায় বাড়তি সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিমান কর্তৃপক্ষ। তার জন্য উড়োজাহাজের A1 সিটটি বিশেষভাবে বরাদ্দ রাখা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে লন্ডন হিথরো বিমানবন্দর থেকে সিলেট হয়ে ঢাকায় আসবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিটে বৃহস্পতিবার) ফ্লাইটটি হিথরো থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। তাকে স্বাগত জানাতে দলটির পক্ষ থেকে নজিরবিহীন গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের ঢল নামতে শুরু করে।

ইতোমধ্যে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় কর্মী-সমর্থকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকেই দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন নেতাকর্মীরা। রাতের শীত উপেক্ষা করেই তারা অবস্থান করছেন।

নেতাকর্মীদের ভাষ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। গণসংবর্ধনার জন্য নির্ধারিত মূল মঞ্চ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ব্যানার ও ফেস্টুনে সাজানো পুরো ৩০০ ফিট এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা