ডেস্ক রিপোর্ট::
গ্রেপ্তারকৃত আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। ব্ল্যাকমেইল, প্রতারণা ও মামলা-বাণিজ্যের অভিযোগে গত ২৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে তার জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমবার দুপুরে পুলিশ তাহরিমাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান:
জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি অনুষ্ঠিত হয়।
রিভিশন আবেদনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হয়েছিল।
শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে সুরভীর জামিন মঞ্জুর করার আদেশ দেন।
গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজস্ব বাসভবন থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা, মামলা নিয়ে বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
Leave a Reply