সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগরে আদিবাসী পরিবারের মধ্যে সোলার
প্যানেল ও স্ট্রীটলাইট বিতরণ করেছে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার। এ উপলক্ষে
সোমবার সকালে উপজেলার রাজাই গ্রামে গারো খাসিয়া ও হাজং
সম্প্রদায়ের লোকজনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য তিনি বলেন, আর অন্ধকারে থাকতে হবেনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারন জনগনকে মুলধারায় নিয়ে আসার
লক্ষে সবধরনে সুব্যবস্থা করার জন্য চেষ্ঠা অব্যাহত রেখেছেন। সভায়
উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম
জিলানী আফিন্দী রাজু, উপজেলা কুষকলীগের আহবায়ক সামছুল
আলম,জেলা কৃষকলীগের সদস্য খসরু ওয়াহিদ চৌধুরী, জেলা ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, ফেনারবাক ইউনিয়নের
আওয়ামী সাধারন সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উত্তর বড়দল ইউনিয়ন
কৃষকলীগের আহবায়ক দুলাল মিয়া, শফিকুল মিয়া প্রমুখ। এছাড়া
কড়ইগড়া এলাকায় মুজিবর্ষ উপলক্ষে স্থানীয় কৃষকলীগের আয়োজন
বৃক্ষরোপন উদ্বোধন করেন।
Leave a Reply