-
- জাতীয়
- তাহিরপুরে ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
- আপডেট টাইম : June, 28, 2020, 12:13 pm
- 330 বার
সংবাদদাতা:: সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ,র গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক উপজেলা বাদাঘাট ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৭)জানাগেছে,টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলে লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীতে ভেসে আসা গাছ ধরতে শনিবার দুপুর ১টায় দিকে অন্যান্যদের সাথে যায় জুয়েল মিয়া। এক পর্যায়ে বাংলাদেশ সীমান্ত রেখা পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা ১২০৩ অতিক্রম করে ভারতের গোমাঘাট এলাকার ৩/৪ গজ অভ্যন্তরে ঢুকে গেলে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ তাদের উপর গুলি ছুড়লে,গুলি লাগে জুয়েল মিয়ার পেটে ।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে,কর্ণেল মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply