সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বালু-পাথর খেকো সিন্ডিকেট চক্রধারা সীমান্ত নদী জাদুকাটার তীর কেটে ও কোয়ারীকরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তোলার সময় দৈনিক সংবাদের তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেনকে গাছের সাথে বেধে নির্যাতন মামলার প্রধান আসামি মাহমুদ আলী শা ও ৩ আসামি দ্বীন ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
আজ ১৫ মার্চ সোমবার সকাল সাড়ে ১টায় সুনামগঞ্জ আদালতের তাহিরপুর কোর্টের জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট মোঃ খালেদ মিয়ার আদালতে মামলার প্রধান আসামি মাহমুদ আলী শা, দ্বীন ইসলাম, মোশাহিদ তালুকদার ও মনির উদ্দিন মেম্বার ৪ আসামী।
এ সময় আদালতে দীর্ঘ সময় শোনানি শেষে ম্যাজিস্ট্রেট মোঃ খালেদ মিয়া ৪ আসামীর মধ্যে প্রধান আসামি মাহমুদ আলী শা ও দ্বীন ইসলামের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
Leave a Reply