নোয়াখালী থেকে নবীন::চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার জোহান্নেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালী সেনবাগের আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশী ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ওই দেশীয় সন্ত্রাসীরা। রাতে নিহতের আত্মীয় আশ্রাফুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে। তার অপর দুই ভাই সহ রহিম গত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহান্নেসবার্গ শহরে ব্যবসা করে আসছিলো।
আশ্রাফুজ্জামান আরো জানান, দুপুরে প্রিটোরিয়ার জোহান্নেসবার্গ শহর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ খবর শোনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রহিমের মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এরআগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগ সহ বাংলাদেশী কয়েকশ প্রবাসীকে ওই দেশীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
Leave a Reply