সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছে গ্রামের যুবসমাজ। শুক্রবার সকাল থেকে গ্রামের দুই দিকে এমন ভাবে প্রবেশপথ বন্ধ করে রাখা হয়েছে যে প্রবেশ করতে গেলেই জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। এ জন্য যুবসমাজ তারা প্রবেশপথে বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজারে হাত ধোয়ারও ব্যবস্থা রেখেছেন। এছাড়া নিজ গ্রামের কেউ জরুরী প্রয়োজনে বাহিরে গেলে কিংবা ফিরে আসলেও তাদের জন্য এ ব্যবস্থা বাধ্যতামূলক। দক্ষিণ সুনামগঞ্জের প্রেসক্লাব সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ জানান, করোনা একটি প্রানঘাতি সংক্রামক ব্যাধি। এ ব্যাধি থেকে মুক্তির জন্য গৃহবন্দী হওয়া ছাড়া পথ নেই। কিন্তু মানুষ এত অসেচতন যে, অপ্রয়োজনে গ্রামে অবাধে চলাফেরা করছে মানুষ। তেঘরিয়া গ্রামের মতো স্বেচ্ছায় লকডাউন করা প্রতিটি গ্রামের এখন নৈতিক দায়িত্ব।
Leave a Reply