-
- জাতীয়
- দক্ষিণ সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন-শশুড় আটক
- আপডেট টাইম : January, 29, 2020, 12:55 pm
- 370 বার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. চানঁ মিয়া(৪৭)। তিনি মুরাদপুর গ্রামের মৃত. বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের হাজী আব্দুল জব্বারের ছেলে মো. শফিক মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, খিরা ক্ষেতে বাচ্চাদের খিরা খাওয়া নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সংঘষে বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে মো. চানঁ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ খন্তি এবং এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মো. শফিক মিয়াকে আটক করে। আটক মো. শফিক মিয়া নিহত মো. চান মিয়ার আপন চাচা ও শশুড় হন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply