-
- জাতীয়
- দক্ষিণ সুনামগঞ্জে নাইট সেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট টাইম : March, 23, 2021, 12:16 pm
- 276 বার
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাত্রিকালীন খেলা নাইট সেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) রাত ৮টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের পেচনের মাঠে ফ্লাডলাইটের আলোয় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
চৌত্রিশ দলের মধ্যে সীমাবদ্ধ এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বদরুল আলম টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন।
টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন- আজহারুল ইসলাম আজাদ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply