দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
পরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাসক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া,আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুকুমার চন্দ্র দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গনমাধ্যকর্মী সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ প্রতিযোগিতায় উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহন করেন।
Leave a Reply