দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে অভিযান চালিয়ে আজাদ মিয়া (৪৬) নামে এক হত্যা মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার তদন্তকারী অফিসার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মোহাম্মদ জয়নাল আবেদন, সঙ্গীয় এএসআই সমীরণ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স জেবু আহমদ দক্ষিণ থানা এলাকার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রাম থেকে আজাদ মিয়াকে তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আটক আজাদ মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটক আসামী আজাদ মিয়া তেরহাল গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র। আটক আসামী আজাদ মিয়া তেরহাল গ্রামের ধামাই মিল জলমহাল নিয়ে জয়নুদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply