দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা করাা হয়েছে।
বরিবার (৪ এপ্রিল) বিকাল ২টায় উপজেলার পাগলা বাজারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনের নেতৃত্বে সচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় সরকার কতৃক নির্দেশিত লকডাউন মানা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
প্রচারণায় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন মুন্সি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম, পাগলা বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, ব্যবসায়ী জসিম উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিপেশ দেব, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজ।
Leave a Reply