দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের ডাবরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম শান্ত রায় (২২)। তিনি দিরাই থানার ছন্নাড়চর ইউনিয়নের ছন্নাড়চর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে দিরাইয়ের ছন্নাড়চরে যাওয়ার উদ্দেশে বন্ধুদের সাথে রওয়ানা দেন নিহত শান্ত রায়। সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেল (সিলেট-ল-১১ ৭১৩৩)সহ ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply