নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ উন্নয়ন যতই হোক সব কিছু ম্লান হয়ে যায় দু একটা নেতিবাচক ঘটনা, সম্প্রতি নারীর প্রতি অবমাননা এবং ধর্ষনের যেসব ঘটনা বেগমগঞ্জসহ এ জেলার মানুষ হিসেবে তিনি নিজেই লজ্জিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর রক্ষাকবচ হতে পারে না।
আজ শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মেয়রের কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৌর পার্ক ও বাস টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহারসহ অনেকে।
Leave a Reply