নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
সোমবার বিকেল ৩টায় নবীগঞ্জ উপজেলার বাজকাশারা হাজী বাড়ীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে। ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আব্দুল মতিন ও তাঁর পরিবারের পক্ষ থেকে বাজকাশারা গ্রামের হাজী বাড়ী কর্তৃক প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কমিটির সদস্য সোহেল আহমদের সঞ্চালনায় এবং হাজী আব্দুল হাছিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সুজাত মিয়া ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে’র এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলে হবিগঞ্জ-১ আসনে জনগণের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জনতার মার্কা’ নিয়ে নির্বাচন করবেন। এ সময় তিনি সবার নিকট ভোট, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
Leave a Reply