মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত আনুমানিক (৬০) এক পুরুষ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেথাঁওড়া চেয়ারম্যান পাড়া গ্রামের নেটার বিলের কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, গ্রামের লোকজন জমিতে কাজ করতে গিয়ে বিলের পাশে কচুরি পানার মধ্যে লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে খবরটি ছড়িয়ে পড়ে লোকজানাজানি হয়, পরে স্থানীরা ফুলবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশটিকে কেউ চিনতে পারেননি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশ্রারাফ ইসলাম জানায়, খবর পেয়ে আনুমানিক ৬০ বছর বয়সি একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবেনা।
Leave a Reply