সুনামগঞ্জ প্রতিনিধি::দিরাইয়ে ১০পিস ইয়াবাসহ হোসাইন আহমদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। সে পৌর সদরের চন্ডিপুর গ্রামের মোশাহিদ আলীর ছেলে।
রোববার রাতে দিরাই থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিরাই মধ্য বাজার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে রাতেই পুলিশ চন্ডিপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেলকে ধরতে তার বাড়ীতে অভিযান চালায়।
এসময় সোহেলকে বাড়িতে না পাওয়া গেলেও তার শয়ন কক্ষ থেকে দেশীয় তৈরী একটি পাইপগানের অংশ বিশেষ উদ্ধার করে। রাতেই এসআই মশিউর রহমান বাদি হয়ে গ্রেফতারকৃত হোসাইন আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং পলাতক সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
এব্যাপারে এসআই মশিউর রহমান জানান, হোসাইন ও সোহেল পেশাদার মাদক ব্যবসায়ী।
Leave a Reply