দিরাইয়ে ঘুর্নিঝড়ে নৌকা ডুবি,শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের পাশে কালনী নদীতে আচঁমকা ঘুর্নিঝড়ের কবলে পড়ে একই সাথে দুটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০ ঘটিকার সময় পাশাপাশি পৃথক পৃথক স্থানে যাত্রীবাহী নৌকা দুটি ঘুর্নিঝড়ে কবলিত হয়ে দুর্ঘটনায় পতিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্র থেকে জানা যায়, শনিবার সকাল ১০ ঘটিকার সময় ধল বাজার থেকে ছেড়ে দিরাইয়ের উদ্দেশ্যে আসা ইঞ্জিনচালিত যাত্রিবাহী নৌকাটি শাহ্ আব্দুল করিমের বাড়ির সামনে আসলে নদীতে আচমকা ঘুর্ণিঝড়ের কবলে পতিত হয়।এতে তৎক্ষনাৎ নৌকাটি পানিতে তলিয়ে যায়।
পরে নৌকাতে থাকা যাত্রীদের আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসমান যাত্রীদের উদ্ধার করা গেলেও দুজনকে মৃত পাওয়া যায়। এদের মধ্যে একজন বৃদ্ধ ও একজন শিশু রয়েছে।

ঘুর্ণিঝড়ে পতিত হওয়া অপর নৌকাটি ধল বাজার থেকে মারকুলি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে বাজারের সামনেই আকস্মিক ঘুর্ণিঝরে পতিত হয় এবং নৌকাটি পানিতে তলিয়ে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই এতে আহত হন।

নিহত দুজনের পরিচয় এখনও সনাক্ত করা যায় নি। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা