-
- জাতীয়
- দিরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের কন্যা খেলার গণসংয়োগ
- আপডেট টাইম : February, 28, 2019, 6:03 pm
- 535 বার
নিজস্ব প্রতিবেদক : দিরাই উপজেলার সব ক,টি ইউনিয়নের পল্লী অঞ্চলে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সুযোগ্য কন্যা মহিলা লীগ নেত্রী উন্মোক্ত প্রার্থী মোছা. হেলেনা বেগম ( খেলা) । বৃস্হপতিবার দুপুর ১২ টা থেকে শুরু করে দিন ব্যাপী দিরাই উপজেলার করিমপুর ও ভাটিপাড়া ইউনিয়নে প্রতিটি গ্রাম ওবিভিন্ন হাট-বাজারে তার নির্বাচনী প্রতিক কলসি মার্কার জন্য সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেন। বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ কালে তিনি বলেন, আমি দিরাই উপজেলার সন্তান, আমি আপনাদের সন্তান, আপনারা অবশ্যই জানেন আমার পিতা বীর মুক্তিযোদ্বা মরহুম আব্দুর রউফ স্বাধীনতার সময় এই অঞ্চলের মানুষের জন্য অনেক কিছু করেছেন। সব কিছু ত্যাগ করে দিরাই উপজেলার মানুষজনের শান্তির জন্য পাক হানাদারদের সাথে তুমুল যুদ্ব করেছেন। আমি তারাই হতভাগা কন্যা আমি চাই আমার বাবার আদর্শে হাওর পাড়ের মানুষের সেবা করতে। আর আপনাদের কাছে আমার প্রানের দাবী সাধারণ মানুষের পাশে থাকতে ও তাদের সেবা করতে আপনারা আমার কলসি মার্কা ভোট দিবেন। এসময় উন্মুক্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সুযোগ্য কন্যা হেলেনা আক্তার খেলার সাথে সাধারণ ভোটার সহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply