ডেস্ক রিপোর্ট ::দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২ হাজার ৯৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬৫ লাখ ৪৩ হাজার ৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
Leave a Reply