ডেস্ক নিউজ:: ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন মারা গেছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংএ নিজের বাসা থেকে যুক্ত হয়ে ও তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। “গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
“আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও চারজন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৫০। এছাড়া আরও সাতজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।”
Leave a Reply