দেশে শিক্ষার বিপ্লব শুরু হয়েছে-হাফিজ মজুমদার এমপি

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারনে দেশে এখন শিক্ষার বিপ্লব শুরু হয়েছে। শিক্ষার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে শুরু করে সব দিকে এগিয়ে যাচ্ছে এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি একজন ভাল মানুষ হতে হবে। বাবা মা শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করতে অধম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারলেই দেশ ও জাতির সম্পদে পরিনত হবে। আমাদের মেধাবী শিক্ষার্থীরা আজ দেশ ও বর্হিবিশ্বে তাদের মেধার স্বাক্ষর রেখে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনছেন। শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক বিজ্ঞান সম্মত করতে পারলেই বিশ্বের দরবারে অচিরেই বাংলাদেশ একটি মর্যাদাশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত হবে। কানাইঘাট-জকিগঞ্জের শিক্ষার সার্বিক উন্নয়নে সবধরনের প্রদক্ষেপ গ্রহন করা হবে তিনি জানান। হাফিজ আহমদ মজুমদার এমপি গতকাল শনিবার সকাল ১১টায় কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তার প্রতিষ্ঠিত হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৫তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে কানাইঘাট-জকিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টের একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবির এইচ চৌধুরী সাংসদ হাফিজ আহমদ মজুমদারকে দেশের একজন সেরা খ্যাতিনামা শিক্ষানুরাগী আখ্যায়িত করে বলেন তিনি শিক্ষার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছেন। স্কলার্স হোম ও বিশ্বমানের জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল সহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তোলে সিলেট অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিনত করছেন। পাশাপাশি ৩৫ বছর ধরে মজুমদার শিক্ষা ট্রাস্ট গঠন করে শিক্ষার উন্নয়নের পাশাপাশি এলাকার শত শত কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরন নিজ অর্থায়নে প্রদান করে একজন মহান মানুষ হিসাবে সকলের মন জয় লাভ করতে সক্ষম হয়েছেন। ট্রাস্টের ট্রাস্টিং ব্যাংকার খায়রুল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ট্রাস্টের সচিব লোকমান আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের অধ্যক্ষ কিশোর ভরদ্বাজ, স্কলার্স হোম সিলেট শাহী ঈদগাহ শাখা’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী, স্কলার্স হোম মেজর টিলার অধ্যক্ষ নাজমুলবারি জামালী, সিলেট কৃষি বিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুর রহমান, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এম তাজিম উদ্দিন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, আব্দুল ওদুদ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হালিমা আস সাদিয়া, অনিমা বিশ্বাস তমা, প্রভাল বিশ্বাস প্রতীক, আবির বিন রহিম রাব্বি, আলিমা জাহান জুহি, শামীমা রহমান। অনুষ্ঠান শেষে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট ২০১৮ এর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বৃত্তি প্রাপ্ত ৬৩৯ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তোলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে স্কলার্স হোমের শিক্ষিকারা দেশাত্ববোধক গান পরিবেশন করে পুরো অনুষ্ঠানস্থল মাথিয়ে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা