সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলমের দিকনির্দেশনায় এসআই সানা উল্লাহ্,এএস আই মোঃজামাল মিয়া,এএসআই ছায়েদুর রহমান,এএসআই বজলুল করিম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার(৮ সেপ্টেম্বর )সকালে বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নে গোপীনগর গ্রামের আব্দুল মন্নাফ ওরফে মন্নার পুত্র ছৈয়দ আহমদ ওরফে ছৈদ আলীকে গ্রেফতার করেন।
সে,জিআর-৫৮/২০১২(দোয়ারা),জিআর-৬০/২০১৪(ছাতক), জিআর-৩০০/২০১১(ছাতক) (একটি গণধর্ষণ ও দুটি ডাকাতি) মামলার বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছৈয়দ আহমদ ওরফে ছৈদ আলীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply