দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারে ডোমখালী নদীর পানিতে ডুবে বানেছা বিবি (১০৪)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুন) বিকেলে দিকে উপজেলার সুরমা ইউনিয়নের গোঁজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। বানেছা বিবি ওই গ্রামের মৃত মুনসুর আলীর স্ত্রী।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলতাব হোসেন জানান বার্ধক্যজনিত অসুস্থতার কারণে লাঠিতে ভর করে চলা-ফেরা করতেন বানেছা বিবি।
এমতাবস্থায় বুধবার বিকেলের দিকে বাড়ির পিছনে নদীতেকে পানি আনার সময় পা পিছলে পানিতে পড়ে তুলিয়ে যান তিনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোমখালী নদীতেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
Leave a Reply