এনামুল কবির (মুন্না):দোয়ারাবাজার থানা পুলিশ
অভিযানে ৮ জুয়ারিকে আটক করেছে। রবিবারে গভীর রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ অভিযান চালানো হয়। সোমবার (২১ সেপ্টেম্বর)দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরা অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা ৪৫ মিনিটে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলমের দিক নির্দেশনায় এসআই দীপন দেবনাথের নেতৃত্বে এসআই অপূর্ব সাহার সহযোগিতায় পুলিশের একটি দল বিশেষ অভিযানে ফতেপুর গ্রামের জনৈক আব্দুল মতিনের বসত বাড়িতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল সহিদ (৪০),তিলোরা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম(৩২),দেলোয়ারনগর গ্রামের আফিজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন(২৫),ফতেপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(২২),তিলোরা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে বুলবুল আহমেদ(৪৫),এরুয়াখাই গ্রামের মৃত শরত দাসের ছেলে রসরাজ দাস(৪০),জিরারগাও গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃতৈয়ব আলী(২১),ফতেপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে ইন্তাজ আলীক(২৫)কে আটক করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মুহাম্মদ নাজির আলম বলেন,মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চালাছে । মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অব্যাহত আছে। আটককৃত ৮ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply