এনামুল কবির মুন্না: ঢাকা ডিএমপি পল্টন থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমি মোঃ মতি মিয়াকে দোয়ারাবাজার থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্র জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা অফিসার দিক নিদর্শনায় এ এস আই তাজ উদ্দিনের নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককৃত আসামি দোয়ারাবাজার উপজেলা পূব মাছিমপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেল মতি মিয়া। সে ঢাকা ডিএমপি পল্টন থানার ২১(২)১১ মামলার পলাতক আসামি।
রবিবার গবির রাতে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূব মাছিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পেরণ করা হয়।
Leave a Reply