-
- জাতীয়
- দোয়ারাবাজারে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধনে জনতার ক্ষোভ
- আপডেট টাইম : August, 10, 2020, 8:04 pm
- 314 বার
এনামুল কবির মুন্নাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১০ আগস্ট সোমবার বিকালে ইউনিয়নের বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে বাংলাবাজার উন্নয়ন ফোরাম(বিডিএফ), সিএনজি স্টেন্ড বাংলাবাজার ও নোয়ারাই,ছাত্র সমাজের ও ট্রাক-মালিক সমিতি ব্যবসায়ী বৃন্দুর উদ্যোগে এবং গ্রামবাসীর অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিএফ সভাপতি আবুল হাসনাত,বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি সাজ্জাদ মিয়া,নোয়ারাই স্টেন্ড এর সাধারণ সম্পাদক আকিক মিয়া,জাকির হোসেন,আল আমিন,মোবারক,জুবায়ের, সিদ্দিক,জাহাঙ্গীর আলম।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,বাংলাবাজার সিএনজি স্টেন্ড থেকে নোয়ারাই পর্যন্ত মাত্র ১১ কিলোমিটার রাস্তা দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী রয়েছে। রাস্তাটি ভাঙতে ভাঙতে এখন খাদে পরিণত হয়েছে। এ রাস্তার করুণ দশার কারণে এলাকার বাসীর ভোগান্তির শেষ নেই। তাই জন ভোগান্তি লাঘবে দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply