এনামুল কবির(মুন্না):দোয়ারাবাজার উপজেলায় মাদক ব্যবসায়ী মো: ছরোয়ার হোসেন মনু মিয়া (২২) অভিযান চালিয়ে
১৬ ক্যান আমদানী নিষিদ্ধ ভারতীয় বিয়ারসহ আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ২নং নরসিংপুর ইউপির অর্ন্তগত শারপিনপাড়া গ্রামের পয়েন্টে রাস্তার উপর অভিযান চালিয়ে আটক করে তাকে।আটককৃত মাদক ব্যবসায়ী হল,ছাতক থানার কুছবাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ছরোয়ার হোসেন মনু মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা ২নং নরসিংপুর ইউপির অর্ন্তগত শারপিনপাড়া গ্রামের পয়েন্টে রাস্তার উপর অভিযান পরিচালনা করে পুলিশ।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃআবুল হাশেম দিকনির্দেশনায় পিএসআই মোঃ বাবুল হাওলাদার, এএসআই মো: সুমন মিয়া, কং৬৮৫ মিন্টু মিয়া, কং ৭৮৮ নেতৃত্বে সুজিত শর্মাদের সহায়তায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৬ ক্যান আমদানী নিষিদ্ধ ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ।
আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে।
Leave a Reply