দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে::আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়ারাবাজারে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন দোয়ারাবাজারের প্রথম এমবিবিএস ডাক্তার, প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল রহিম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. রেনু মিয়া (জাপা), উপজেলা বিএনপির সভাপতি (মিজান গ্রুপ) ও সাবেক সুরমা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (মিলন গ্রুপ) মোঃ হারুন অর রশিদ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- মোঃ আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, গুরুদাস দে, মোঃ সিরাজুর রহমান, নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ জিয়াউর রহমান, মোঃ ফয়জুল হক, জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল করিম, হারুন মিয়া, জালাল উদ্দিন, মোঃ নুর আলী ইমরান ও মারফত আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, সৈয়দা পারভীন সুলতানা ও সখিনা বেগম।দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ চেয়ারম্যান প্রার্থী
Leave a Reply