-
- জাতীয়
- ধর্মপাশায় নৌকা থেকে পড়ে হাওরের পানিতে ডুবে যুবক নিখোঁজ
- আপডেট টাইম : July, 3, 2020, 6:27 am
- 349 বার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে বাবু মিয়া (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধারাম হাওরের উলাসখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবু মিয়া ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামের আজমর আলীর ছেলে বাবু মিয়াসহ কয়েকজন একটি বড় নৌকা নিয়ে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে ধান কিনতে যান। পরে তারা ওই গ্রামের বিভিন্ন কৃষকের বাড়ি থেকে ধান কিনে নৌকা বোঝাই করে ওইদিন বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে নৌকাটি ধারাম হাওরের উলাসখালী নামক স্থান দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা পল্লী বিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে নৌকাটি ধাক্কা লাগে। এসময় বাবু মিয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply