-
- জাতীয়
- ধর্ম নিয়ে কটুক্তি করায় নবীগঞ্জে গ্রেফতার ১
- আপডেট টাইম : March, 23, 2021, 7:31 am
- 276 বার
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি (কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট) করায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টচার্জের ছেলে আশীষ ভট্টাচার্জ (১৬) কে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ২০মার্চ আশীষ ভট্টাচার্জ ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে ফেইসবুকে পোস্ট দেয় বিষয়টি আইন শৃংখলা বাহিনীর নজরে আসলে গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নির্দেশে এসআই সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আশীষ ভট্টাচার্জ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সৌহার্দ্য বজায় রাখার জন্য অনুরোধ করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply