নেয়াখালি থেকে নবিন:: নোয়াখালীর কোম্পানীগঞ্জ আনুষ্ঠানিক প্রচারনায় প্রথম পথসভায় বিএএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন,ধানের শিশের ভারে নৌকা ডুবে যাবে।
এসময় তিনি আরও বলেন উন্নয়নের নামে ওবায়দুল কাদের যুবকদের মাদকে পারদর্শী করেছে আর আমরা ক্ষমতা থাকাকালীন হাজারও বেকার যুবককে চাকুরী দিয়েছি।
কোম্পানীগঞ্জ সহ নোয়াখালীতে প্রচুর উন্নয়ন আমি করছি।সুস্ষ্ঠ ভোট দিয়ে দেখুন জনতা কিভাবে আপনাদের বিতারিত করে দেখবেন।
আজও আমাদের নেতাকর্মীদের জায়গা জায়গায় বাধা দেয়া হয়েছে সকলের তালিকা করা হয়েছে সময় আসলে এসবের হিসাব দিতে হবে। পুলিশ প্রসাশনকে ভাই আখ্যায়িত করে মওদুদ বলেন আপনারা আমার ভাই আপনার কারো পক্ষ নয় নিরপেক্ষ থাকুন।আমাদের কর্মীদের গ্রেফতার বন্ধ করুন।
মঙ্গলবার বসুরহাট সরকারী মুজিব কলেজের সামনে পথসভায় কথাগুলো বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন হাসনা জসিম উদ্দিন মওদুদ,উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাই সেলিম ও উপজেলা জামাতের আমির মোশাররফহোসেন প্রমুখ
Leave a Reply