ডেস্ক রিপোর্ট ::বানিয়াচংয়ে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শ্বশুর বাড়িতে -জামাতা মারা গেছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় সময় বজ্রপাতের ঘটনা ঘটে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় -নিহত ব্যক্তি আরিফ মিয়া ৩৫ তার বাড়ি নবীগঞ্জ উপজেলা পূবের নওগাঁও গ্রামে সে তার শশুর বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের আঃ ওয়াহিদের মেয়ের জামাতা সে তিন চাঁর বছর ধরে শশুর বাড়ি এলাকায় বসবাস করে আসছে।
শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে পাওয়া, তথ্যতে আরিফ মিয়া হলদার পুর গ্রামে আঃ ওয়াহিদ মিয়ার জামাতা হলেও তার শশুর বাড়ি এবং তার স্ত্রী সাথে কোন সম্পর্ক নেই স্বামী স্ত্রী আলাদা আলাদা বসবাস , হলদারপুর গ্রামের পশ্চিমের বন্দে একটি একচালা ঘরে তার বসবাস।
এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply