আশাহীদ আলী আশা:: নওগাঁর ধামইরহাট থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বিডিসি ক্রাইম নিউজ এর উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ বেলা ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে বিডিসি নিউজ পরিবারের আয়োজনে ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের পৃষ্ঠপোষকতায় সাপ্তাহিক বিডিসি ক্রাইম নিউজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন।
বিডিসি ক্রাইম নিউজের সহ-সম্পাদক ফয়সাল হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, উপজেলা যুবলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সঞ্চালক সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন সুলতানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।
এ সময় সাপ্তাহিক বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক শহিদুল ইসলাম, প্রকাশক জুয়েল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপদেষ্টা ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, পত্রিকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল হোসেন, সোনার বাংলা সংগীত নিকেতনের পরিচালক জিল্লুর রহমান, সাংবাদিক শামীম রেজা, পাস্কায়েল হেমরম, প্রমুখ উপস্থিত ছিলেন।
পত্রিকাটি সাপ্তাহিক ভাবে ডেমী আকারে প্রকাশনা চলমান আছে, উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে দৈনিক আকারে নিয়মিত প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সম্পাদক শহিদুল ইসলাম জানান।
Leave a Reply