নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ “ভিক্ষা নয় অধিকার চাই, নদী ভাঙ্গন রোধ চাই” এই শ্লোগানে নোয়াখালী ও চট্রগ্রামের সীমান্তবর্তী অঞ্চল সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর ইউনিয়নে নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উড়ির চর প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে মেঘনার নদী ভাঙ্গন কবলিত স্থানে সহ¯্রাধিক বাস্তুহারা মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় বক্তারা উড়িরচরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে টেকসই বেড়ী বাধঁ নির্মাণের দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহীম, মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সোহেল রানা, সাফায়েত উল্যাহ রাব্বী শামীম মাহমুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply