কানাইঘাট প্রতিনিধিঃ নবগঠিত সিলেট জেলা আওয়ামীলীগের কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাটে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল আড়াইটায় শত শত নেতাকর্মীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে আনন্দ মিছিলটি ইউনিক কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিন করে ত্রিমোহনী পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুনের নেতৃত্বে ও সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাউন্সিলর মাসুক আহমদ, সাবেক কাউন্সিলর ফখর উদ্দিন শামীম, যুগ্ম সাধারন সম্পাদক, রিংকু চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক কাউন্সিলর ইসলাম উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য শফিকুর রহমান শামীম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক জুনেদ হাসান জিবান, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম জালালী, পৌর কৃষকলীগের সভাপতি জুবায়ের আহমদ, যুবলীগ নেতা আলমগীর হোসেন, বিলাল আহমদ, আবুল হোসেন, আফতাব উদ্দিন, কাউছার আহমদ, পাভেল, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির তারেক, রেজওয়ান আহমদ মারুফ, ইয়াহিয়া ডালিম, আশরাফ চৌধুরী, আশফাক হোসাইন প্রমুখ। পথ সভায় বক্তারা আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শক্তিশালী কর্মীবান্ধব সিলেট জেলা আওয়ামীলীগের কমিটি উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নবগঠিত সভাপতি জননেতা এডঃ লুৎফুর রহমান হাজার হাজার নেতাকর্মীদের প্রিয় নেতা এডঃ নাসির উদ্দিন খানের নেতৃত্বে সিলেটে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম ব্যাপক ভাবে বিস্তৃর্ণ হবে ।
Leave a Reply