স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এর সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র’র সঞ্চালনায় ও সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি পীর মাহবুবুর রহমান সাবেকসহ সভাপতি , মানবকন্ঠের প্রতিনিধি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল সাবেকসাধারণসম্পাদক, মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, আই টিভির প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, দৈনিক কাজিরবাজারের প্রতিনিধি অর্থ সম্পাদক কুদরত পাশা,ইনডিপেডেন্ট টিভির জাকির হোসেন, আজকালের খবরের প্রতিনিধি আমিনুল হক, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, বাংলানিউজ২৪ এর প্রতিনিধি আশিকুর রহমান পীর, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি দিলাল আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাস।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, দৈনিক সিলেটের বাণীর প্রতিনিধি মাসুক মিয়া, বিজয় টিভির প্রতিনিধি অরুন চক্রবর্তী, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি রেজাউল করিম, একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিসবাহ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট রুজেল আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিন, দৈনিক বাংলার প্রতিনিধি মোশাহিদ রাহাত, ঢাকা প্রকাশের প্রতিনিধি মনোয়ার চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি হাসান।
পুলিশ সুপার বলেন সুনামগঞ্জের সুনাম যেন অক্ষুন্ন থাকে সেই মোতাবেক কাজ করব। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত হয় সেটি জনগণের মুখ থেকেই শুনতে চাই। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার চেষ্ট করব। পুলিশ কে হ্যমিলনের বাশিঁ ওয়ালার মত থাকতে হবে।
Leave a Reply