-
- জাতীয়
- নবীগঞ্জের অলৌকিক দূর্লভ ঠাকুর মন্দিরে ৪৫ তম বার্ষিক উৎসব সমাপন অনুষ্ঠিত
- আপডেট টাইম : January, 28, 2024, 9:34 pm
- 73 বার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জঃনবীগঞ্জের সীমান্তবর্তী পারকুল বনগাও হাছখালি এলাকায় অলৌকিক দূর্লভ ঠাকুর মন্দিরে ৪৫ তম বার্ষিক উৎসব অষ্টপ্রহরব্যাপী কীর্তন ২৭ জানুয়ারী শনিবার বিকালে দধিভান্ডের মাধ্যমে সমাপন হয়ছে। নবীগঞ্জ শেরপুর ও ওসমানীনগর থানার মিলনস্থল ঐতিহ্যবাহী উক্ত মন্দিরে
বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। প্রাচীন লোকজনের ভাষ্যমতে জানাযায়, শ্রী শ্রী দূর্লভ ঠাকরের এই মন্দিরে কোন ভক্ত যদি কোন মানস করে তার প্রতিপলিত হয়। তাই প্রতিবছর এই মন্দিরে বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে বার্ষিক উক্ত অনুষ্টানে। ৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে কীর্তন পরিবেশন করেন, শ্রী যুক্ত সৈনিক মনোরঞ্জন দাস,শ্রীযুক্ত নিখিল দেবনাথ,শ্রীযুক্ত রজত কান্তি গোস্বামী,শ্রীযুক্ত রিংকু দাস। উৎসব কমিটির সভাপতি কালিপদ দাস,সাধারন সস্পাদক বাবুল সুত্রধর,সহসভাপতি জিতেশ সুত্রধর,সাধন সুত্রধর,বিশ্বজিত রায়,রজত চৌধুরী,সুমন রায়,সহ সম্পাদক অরুন সুত্রধর,সুবল পাল,অর্থ সম্পাদক দুলাল সুত্রধর,শুশিতল সুত্রধর,কানু সুত্রধর,সন্টু সুত্রধর,উপদেষ্টা সুধেন্দু পোদ্দারসহসঅন্যান্য উপদেষ্টাদের সার্বিক তত্বাবধানে অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু,মেম্বার ছয়ফুর মিয়া,
সত্যেন্দ্র কুমার দেব,সুব্রত দেব,অমলেন্দু সুত্রধর,রিপ্টু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ ১০ হাজারের বেশি ভক্তবৃন্দের সমাগম ঘটে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply